Wednesday, September 5, 2018

প্রেম আর জীবনে টানাপোড়েনের কবিতা



নিষ্ঠার নাম কি প্রেম ?

প্রেম কখন জন্ম নেয় কিন্তু সেই প্রেম কি পরীক্ষা জীবনের প্রতিটি স্তরে !!

এমন পরীক্ষা দিতে হয় প্রতিটি আবেগকে এবং কবির কলমে উঠে আসে সেই টানাপোড়েনের কাহিনী৷

কবি তাপস বিশ্বাসের কলমে উঠে এসেছে এই মনোগ্রাহী আবেগের বর্ণনা ৷

জীবনের প্রতিটি স্তরে চাহিদা বদলায়, কিন্তু  আবেগ তার গতিতে "কবিতা"র ভালোবাসায় জীবন এগিয়ে চলে জীবিকার দায়িত্ববোধ নিয়ে ৷ কৈশোর যৌবন থেকে জীবন সায়াহ্নে আবেগের সঙ্গে প্রকৃতির অদ্ভুত সুন্দর চিত্রন করেছেন কবি ৷

তাপস বিশ্বাসের এই অনবদ্য "কবিতা" প্রেমের সৃষ্টিতে কন্ঠ দিতে সুযোগ পাওয়ায় অত্যন্ত আনন্দিত ৷

আশা করি আপনাদের ভালো লাগবে ৷

বাণীব্রত দাশগুপ্ত
দুরভাষ ৮৭৭৭২৬৭০৮৯



No comments:

Post a Comment