Friday, September 7, 2018

বুদ্ধদেব বসুর কবিতা...শহরায়নের মধ্যে এক "জোনাকি"


কবিতার সৃষ্টি ১৯৩৮ সালে৷ ২০১৮ তে দাঁড়িয়ে তখনকার কলকাতার সঙ্গে এখনকার শহরায়নের তুলনা করা খুব কঠিন উনিশশো আটতিরিশ সালে জোনাকি হয়তো ততটা দুর্লভ ছিল না যতটা আজ l দক্ষিণ কলকাতায় শয়নকক্ষে বিশ্রামের অভিলাসী,ইট কাঠের জঙ্গলে  তখনই তিনি খুজে পান সুন্দরী জোনাকি কে

বিগত ৮০ বছর আমরা পেয়েছি অনেক আবার হারিয়েছিও অনেক ..সবচেয়ে বেশী হারিয়েছি প্রকৃতির কিছু অপূর্ব সৃষ্টি যা বঙ্গমননের অভিমান



হয়তো বা কোনোদিন "পথের পাঁচালী " পড়তে পড়তে কাশফুলের কল্পনা কঠিন হয়ে উঠবে , হয়তো কোনোদিন গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু জীবন এগিয়ে চলবে

চিত্রায়ন উপস্থাপনার জন্য শ্রদ্ধেয় শ্রী তাপস বিশ্বাস কে ধন্যবাদ  দিতেই হয় কারন তার উৎসাহ সংক্রামক

আশা করি আপনাদের ভালো লাগবে এবং মতামত আমাকে আনন্দ দেবে৷

বাণীব্রত দাশগুপ্ত
দূরভাষ : ৮৭৭৭২৬৭০৮৯

No comments:

Post a Comment