এ কবিতার সৃষ্টি ১৯৩৮ সালে৷ ২০১৮ তে দাঁড়িয়ে তখনকার কলকাতার সঙ্গে এখনকার শহরায়নের তুলনা করা খুব কঠিন ৷উনিশশো আটতিরিশ সালে জোনাকি হয়তো ততটা দুর্লভ ছিল না যতটা আজ l দক্ষিণ কলকাতায় শয়নকক্ষে বিশ্রামের অভিলাসী,ইট কাঠের জঙ্গলে তখনই তিনি খুজে পান সুন্দরী জোনাকি কে ৷
বিগত ৮০ বছর আমরা পেয়েছি অনেক আবার হারিয়েছিও অনেক ..সবচেয়ে বেশী হারিয়েছি প্রকৃতির কিছু অপূর্ব সৃষ্টি যা বঙ্গমননের অভিমান ৷
হয়তো বা কোনোদিন "পথের পাঁচালী " পড়তে পড়তে কাশফুলের কল্পনা কঠিন হয়ে উঠবে , হয়তো কোনোদিন গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু জীবন এগিয়ে চলবে ৷
চিত্রায়ন ও উপস্থাপনার জন্য শ্রদ্ধেয় শ্রী তাপস বিশ্বাস কে ধন্যবাদ দিতেই হয় কারন তার উৎসাহ সংক্রামক ৷
আশা করি আপনাদের ভালো লাগবে এবং মতামত আমাকে আনন্দ দেবে৷
বাণীব্রত দাশগুপ্ত
দূরভাষ : ৮৭৭৭২৬৭০৮৯
No comments:
Post a Comment