Monday, September 3, 2018

বুদ্ধদেব বসুর কবিতা 'এলাদি'



বুদ্ধদেব বসুকে আধুনিক বাংলা কবিতার জনক বললে অত্যুক্তি হবে না৷ ওনার কবিতা সর্বকালীন, কিন্তু তবু ওনার কবিতা নিয়ে কেন সর্বকালীন কবিদের মতো গবেষনা হয় না সেটা বাংলা সাহিত্যের ইতিহাস লেখকরা বলতে পারবেন, হয়তো বা জগদীশ গুপ্তর মতোই কোনো ঈর্ষার কাহিনী উঠে আসবে ৷

"এলাদি" কবিতা লেখা হয় ১৯৬৫ সালে,অর্থাৎ আমার জন্মের একবছর বাদে ৷ হয়তো বা আমার ১৯ বছর বয়স থেকে এই কবিতা আবৃত্তি করলেও আজ আমার বয়স ৫৪৷ মনে হয় আজকের কোনো "এলাদি"র কথা লিখছেন ৷

শ্রদ্ধেয় শ্রী তাপস বিশ্বাস পেশায় একজন স্বনামধন্য নির্মাণবিদ হলেও তিনি একজন কবি ও হৃদয়বান অঙ্কনশিল্পী৷ তার উপস্থাপনা এই আবৃত্তিকে আলাদা মাত্রা যোগ করেছে৷

আমি তাকে ব্যক্তিগত ভাবে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের মতামত আশা করি৷

বাণীব্রত দাশগুপ্ত
দূরভাষ : ৮৭৭৭২৬৭০৮৯

2 comments: